রূপকথার-২
রূপকথার ঐ রাঙা হাতি,
হাকুর হাকুর ডাকে।
সোনা আমার ঘুম পেয়েছে,
ডল ডল চোখে।
চাঁদের গায়ে আলোর ঝলক,
সোনার গালে হাসি।
তোমায় আমি কোলে নিতে,
অনেক ভালোবাসি।
১১/০৫/২০১৭
(২৭শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
হাকুর হাকুর ডাকে।
সোনা আমার ঘুম পেয়েছে,
ডল ডল চোখে।
চাঁদের গায়ে আলোর ঝলক,
সোনার গালে হাসি।
তোমায় আমি কোলে নিতে,
অনেক ভালোবাসি।
১১/০৫/২০১৭
(২৭শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১২/০৫/২০১৭সুন্দর ছন্দ ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৫/২০১৭ভালো। কিন্ত 'ভালোবাসি'।
-
রাবেয়া মৌসুমী ১১/০৫/২০১৭মিষ্টি ছড়া।
-
Tanju H ১১/০৫/২০১৭সত্যিই রুপকথার দেশে হারিয়ে গেলাম,,,শুভেচ্ছা রইল।
-
মধু মঙ্গল সিনহা ১১/০৫/২০১৭সঙপ্রভাত কবি বন্ধুরা!
-
মধু মঙ্গল সিনহা ১১/০৫/২০১৭সঙপ্রভাত কবি বন্ধুরা!