স্বরবর্ণ শিক্ষা
অ'-তে আমি অস্থির হই,
'আ'-তে আনন্দ।
'ই'-তে ইশারা করি,
'ঈ'-তে ঈশান ফেলি।
'উ'-তে উঁকি মারি,
'ঊ'-তে ঊর্বরা জমি।
'ঋ'-তে ঋত্বিক আবার,
'এ'-তে একাকার।
'ঐ'-তে কেবল ঐকতান,
'ও'-তে বুঝি ওড়না খুঁজি;
'ঔ'-এতে ঔষধ!
-পড়বেন তবে শান্ত মনে,
বর্ণমালার নতুন মানে!
১০/০৫/২০১৭
(২৬শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
'আ'-তে আনন্দ।
'ই'-তে ইশারা করি,
'ঈ'-তে ঈশান ফেলি।
'উ'-তে উঁকি মারি,
'ঊ'-তে ঊর্বরা জমি।
'ঋ'-তে ঋত্বিক আবার,
'এ'-তে একাকার।
'ঐ'-তে কেবল ঐকতান,
'ও'-তে বুঝি ওড়না খুঁজি;
'ঔ'-এতে ঔষধ!
-পড়বেন তবে শান্ত মনে,
বর্ণমালার নতুন মানে!
১০/০৫/২০১৭
(২৬শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৬/০৫/২০১৭Very nice indeed
-
Tanju H ১১/০৫/২০১৭এক মূহুর্তের জন্য ছেলেবেলোই হারিয়ে গেলাম।শুভেচ্ছা কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৫/২০১৭খুব ভালো। তবে 'উঁকি'।
-
মধু মঙ্গল সিনহা ১০/০৫/২০১৭শুভ রাত্রি।