বিশ্ব কবির প্রেমে
হাসিয়া উঠিল আবারো রবি,
যেন জাগিলেন পুনরায় কবি।
শুভ ২৫শে বৈশাখের দিনে,
আনন্দিত সবাই মনের গহনে।
ছন্দে নৃত্য করে আনন্দে কত,
যেন হাসে সৌদামিনী শত শত।
নৃত্যে মাতিছে আজি ময়ূর ময়ূরী,
পুষ্পে চুম্বিছে শত ভ্রমর ভ্রমরী।
রবীন্দ্র সঙ্গীতের র্মুচ্ছনায় ভরে,
আসিল কবিতা প্রিয়ার অন্তরে।
হর্ষিত শিশুদল উৎফুল্ল প্রাণে,
আসিল সকলই রবীন্দ্র কাননে।
প্লাবিত হৃদয় আজ আনন্দতে,
হীরক জ্যোতি সকল মুখেতে।
স্মরণে স্ফটীক তুমি অন্তরেতে,
লহিও প্রণাম মোর কাব্যজগতে।
০৯/০৫/২০১৭
(২৫শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
যেন জাগিলেন পুনরায় কবি।
শুভ ২৫শে বৈশাখের দিনে,
আনন্দিত সবাই মনের গহনে।
ছন্দে নৃত্য করে আনন্দে কত,
যেন হাসে সৌদামিনী শত শত।
নৃত্যে মাতিছে আজি ময়ূর ময়ূরী,
পুষ্পে চুম্বিছে শত ভ্রমর ভ্রমরী।
রবীন্দ্র সঙ্গীতের র্মুচ্ছনায় ভরে,
আসিল কবিতা প্রিয়ার অন্তরে।
হর্ষিত শিশুদল উৎফুল্ল প্রাণে,
আসিল সকলই রবীন্দ্র কাননে।
প্লাবিত হৃদয় আজ আনন্দতে,
হীরক জ্যোতি সকল মুখেতে।
স্মরণে স্ফটীক তুমি অন্তরেতে,
লহিও প্রণাম মোর কাব্যজগতে।
০৯/০৫/২০১৭
(২৫শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৫/২০১৭আজকে যথার্থ।
-
আতাম মিঞা ০৯/০৫/২০১৭এসো এসো হে..
-
কে. পাল ০৯/০৫/২০১৭বেশ
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৫/২০১৭সুপ্রভাত।