উক্তি কটুক্তি বিরক্তি
কোমল সুরে ডাকলে যখন,
"কিগো !তুমি আছ কোথায়?"
উত্তর করি মনটি ভরে,"এই
যে আমি তোমার পাশে..!"
আবার যখন রেগে ডাক তুমি,
"কি হলো ডাকলে শুন নাকি?"
উত্তর আসে তেতো সুরে,"কি
হল,মাথা গরম করবে না তো।"
বিরক্তিতে যখন বল,"কি আমি
বুঝি মানুষ নাকি, কোথায়..?"
উত্তর আসে, "মরে গেছি এটাই,
তুমি চাও,ব্যাস এখন বুঝি খুশী!"
০৮/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
"কিগো !তুমি আছ কোথায়?"
উত্তর করি মনটি ভরে,"এই
যে আমি তোমার পাশে..!"
আবার যখন রেগে ডাক তুমি,
"কি হলো ডাকলে শুন নাকি?"
উত্তর আসে তেতো সুরে,"কি
হল,মাথা গরম করবে না তো।"
বিরক্তিতে যখন বল,"কি আমি
বুঝি মানুষ নাকি, কোথায়..?"
উত্তর আসে, "মরে গেছি এটাই,
তুমি চাও,ব্যাস এখন বুঝি খুশী!"
০৮/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৮/০৫/২০১৭পড়ে ভালো লাগল কবি।
-
পরশ ০৮/০৫/২০১৭
-
পরশ ০৮/০৫/২০১৭(:
-
তাবেরী ০৮/০৫/২০১৭সুন্দর ভাবনা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৫/২০১৭ভাবনা ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৫/২০১৭কটুক্তি হবে।
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৫/২০১৭স্বাগতম।