অরণ্য
অতন্দ্র প্রহরী তুমি,
অতিনিমিষ আঁখি তোর।
অতিব্যাপ্ত ক্ষনজন্মা,
তুমি অরণ্য-বনস্পতি।
অত্যর্থ শ্যামল অত্যজনীয়,
বাঁচাতে ধরণী তুমি।
প্রতিক্ষনে সদা জাগ্ৰত,
রক্ষীতে জীব কুলে।
০৬/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
অতিনিমিষ আঁখি তোর।
অতিব্যাপ্ত ক্ষনজন্মা,
তুমি অরণ্য-বনস্পতি।
অত্যর্থ শ্যামল অত্যজনীয়,
বাঁচাতে ধরণী তুমি।
প্রতিক্ষনে সদা জাগ্ৰত,
রক্ষীতে জীব কুলে।
০৬/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রাসেল প্রধান ০৮/০৫/২০১৭বুঝি নাই
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৫/২০১৭বুঝতে পারলাম না।
-
Tanju H ০৬/০৫/২০১৭শুভেচ্ছা রইল কবি।
-
মধু মঙ্গল সিনহা ০৬/০৫/২০১৭অভিনন্দন।