অনুভা চমক
অঙ্গরিত হিয়া মম,
অচলিত আশা।
অচ্ছিদ্র ভালোবাসা আর
বুক ভরা প্রেম।
অজয় রয়েছ তুমি,
অজ্জুশ রমনি।
অঞ্জনশলাকা টানি,
লেখ নামখানি।
অনুভা চমকে হাসি,
উত্তলা ঠোঁট'টি।
অতনু জাগে আবার,
তনু জুড়ায় মম।
০৫/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
অচলিত আশা।
অচ্ছিদ্র ভালোবাসা আর
বুক ভরা প্রেম।
অজয় রয়েছ তুমি,
অজ্জুশ রমনি।
অঞ্জনশলাকা টানি,
লেখ নামখানি।
অনুভা চমকে হাসি,
উত্তলা ঠোঁট'টি।
অতনু জাগে আবার,
তনু জুড়ায় মম।
০৫/০৫/২০১৭
ধর্মনগর,ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৬/০৫/২০১৭ভাল! শুভেচ্ছা ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৫/২০১৭বেশ!
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৫/২০১৭সুপ্রভাত।