কাঁঠ ঠুকরো
ধ্বনি যেমন ভেসে চলে প্রতিধ্বনির আশায়,
আমি যখন বসে পড়ি তোমার ভালোবাসায়!
কাঁঠ ঠুকরো কাঁঠ কেটে যায়;
নতুন নীড়ের আশায়!
তারা ক্লান্তি ভুলে কাজ করে যায়,
প্রশান্তির ঐ স্বপ্ন নীড়ে।
আমি যখন বসে পড়ি তোমার ভালোবাসায়!
কাঁঠ ঠুকরো কাঁঠ কেটে যায়;
নতুন নীড়ের আশায়!
তারা ক্লান্তি ভুলে কাজ করে যায়,
প্রশান্তির ঐ স্বপ্ন নীড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৫/২০১৭শেষ হল না।
-
রাবেয়া মৌসুমী ০২/০৫/২০১৭অসম্পুর্ণ মনে হছ্ছে..কেন যেন।
-
মধু মঙ্গল সিনহা ০২/০৫/২০১৭ধন্যবাদ।