আমি কি ভাল আছি
ডাক্তার! আমি কি ভাল আছি?
মন কেন শুধু হয় আনমনা...
ভেবেই চলি শুধু সারাটি বেলা!
বারে বারে বিধ মোরে ইনজেক্সনে,
জাগিয়ে তোলো এই স্তব্দ হৃদয়ে,
আবার স্পন্দনের লাভ-ডুক খেলা,
নার্স হেসে বলে,"আপনি অনেক ভাল"!
মন কেন শুধু হয় আনমনা...
ভেবেই চলি শুধু সারাটি বেলা!
বারে বারে বিধ মোরে ইনজেক্সনে,
জাগিয়ে তোলো এই স্তব্দ হৃদয়ে,
আবার স্পন্দনের লাভ-ডুক খেলা,
নার্স হেসে বলে,"আপনি অনেক ভাল"!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৫/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৫/২০১৭চারিদিকে এত রোগের বিজ্ঞাপন। তাতে ভালো থাকা যায় না। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ০২/০৫/২০১৭খুব ভাল ...
-
মধু মঙ্গল সিনহা ০২/০৫/২০১৭সুপ্রভাত।
কি মনোরোগে পেয়েছে গো
দারুণ এক নিবেদন বটে।
ধন্যবাদ।।