উদ্বৃত্ত ভালোবাসা
আজ কাল ভালোবাসার বড় অভাব,
তাই আমি আজ তোমার অপেক্ষায়।
দাঁড়িয়ে আছি সেই কাল থেকে আজও,
যদি উদ্বৃত্ত কিছু থাকে তোমার হৃদয়ে।
একটু ভালবেসো আমায় যদি পার তুমি,
আমি ফিরিয়ে দেব তা আবারও তোমায়
অস্বীকার করো না তুমি সুদেমুলে গুণে।
তাই আমি আজ তোমার অপেক্ষায়।
দাঁড়িয়ে আছি সেই কাল থেকে আজও,
যদি উদ্বৃত্ত কিছু থাকে তোমার হৃদয়ে।
একটু ভালবেসো আমায় যদি পার তুমি,
আমি ফিরিয়ে দেব তা আবারও তোমায়
অস্বীকার করো না তুমি সুদেমুলে গুণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দামাল ০৪/০৫/২০১৭অপেক্ষার ভালবাসা, পাওয়ার চেয়ে কিছু কম না
-
মুক্ত মনের বিহঙ্গ ভাবনা ০১/০৫/২০১৭আহ!
কি নিবেদন রে বাবা!! -
অনিন্দ্য মুশফিক ০১/০৫/২০১৭বাহ!
-
মধু মঙ্গল সিনহা ০১/০৫/২০১৭ধন্যবাদ।