জীবন্ত ভগবান
মানুষই যেন আজ পৃথিবীর জীবন্ত ভগবান,
করেছি কি তবে আমি মানুষের তরে?
সাদা পাজামা পড়ে দাঁড়িয়েছি আজ,
দেখ আমি সমাজসেবীদের ভিড়ে!
মনে হয় করেছি বহু কিছু এই পৃথিবী জুড়ে;তবে!
কেন নাকে রুমাল দিয়ে সরে পড়ি দুর্গন্ধ এড়াতে?
করেছি কি তবে আমি মানুষের তরে?
সাদা পাজামা পড়ে দাঁড়িয়েছি আজ,
দেখ আমি সমাজসেবীদের ভিড়ে!
মনে হয় করেছি বহু কিছু এই পৃথিবী জুড়ে;তবে!
কেন নাকে রুমাল দিয়ে সরে পড়ি দুর্গন্ধ এড়াতে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৫/২০১৭ভালো।
-
লক্ষ্মন ভাণ্ডারী ০১/০৫/২০১৭মানুষের মাঝে আছেন মানুষের ভগবান।
সুন্দর উপস্থাপনা। কবিকে ধন্যবাদ।
কবিতা পাঠে মুগ্ধ হলাম। -
মধু মঙ্গল সিনহা ০১/০৫/২০১৭ধন্যবাদ।