স্মৃতির পাতায়
তোমার নাম খানি লিখে রাখি আজ,
আমি আমার মনের ঐ স্মৃতির পাতায়।
বিশ্ব জয়ের তরে বেরিয়েছিলাম আমি,
দূরে আর দূরে কোন অজানা প্রান্তরে!
তুমিও করেছ জয় এ বিশ্ব জানি নিশ্চয়,
তুমি ছিলে আশেপাশে পাইনি তবু কাছে।
বাড়ি ফিরে চেয়ে থাকি মনে হয় কিছু বাকি,
বাকি তোমার ঐ শান্তির মহাপ্রশান্তির হাসি!
শুয়ে পড়ি মাঝ রাতে ব্যথা ভরা হৃদয়েতে,
মনে হয় শয্যা খানি বন্ধ কবরের গ্লানী।
আমি আছি ভালো!তুমিও থেকো ভাল;
শুধু আমি নত জানু আজ তোমার স্মৃতিতে।
আমি আমার মনের ঐ স্মৃতির পাতায়।
বিশ্ব জয়ের তরে বেরিয়েছিলাম আমি,
দূরে আর দূরে কোন অজানা প্রান্তরে!
তুমিও করেছ জয় এ বিশ্ব জানি নিশ্চয়,
তুমি ছিলে আশেপাশে পাইনি তবু কাছে।
বাড়ি ফিরে চেয়ে থাকি মনে হয় কিছু বাকি,
বাকি তোমার ঐ শান্তির মহাপ্রশান্তির হাসি!
শুয়ে পড়ি মাঝ রাতে ব্যথা ভরা হৃদয়েতে,
মনে হয় শয্যা খানি বন্ধ কবরের গ্লানী।
আমি আছি ভালো!তুমিও থেকো ভাল;
শুধু আমি নত জানু আজ তোমার স্মৃতিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৯/০৪/২০১৭সুন্দর...
-
পরশ ২৯/০৪/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৪/২০১৭ভালো লাগল।
-
লক্ষ্মন ভাণ্ডারী ২৯/০৪/২০১৭সুন্দর কবিতা।
পাঠ করে মুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৯/০৪/২০১৭ওহ!!!
দারুণ কম্পোজিশন
কবি বন্ধু!!! -
মধু মঙ্গল সিনহা ২৯/০৪/২০১৭সুপ্রভাত।