অনন্য ভাষা
পাড়ার ছেলে প্রদীপ বুঝি
-নতুন প্রেমে পড়ে।
রাস্তা ঘাটে খেলার মাঠে
শুধু ঝুমার কথাই বলে।
বন্ধু মদন ধরল তাকে,
দেখাও তোমার প্রেমিকাকে!
নিয়ে গেল প্রদীপ তাকে,
দূর শহরের বাড়ির পাশে,
হাত দেখিয়ে বলে তাকে,
"ঐ যে মদন,ঝুমা আমায় ডাকে"!
ঝুমা দেখায় পায়ের জুতো,
বাড়ির ছাদে বসে।
মদন বলে,"কেমন প্রেমিক,
জুতো দেখায় তোকে"?
প্রদীপ আবার হেসে বলে,
"প্রেমের ভাষা বুঝলে নারে"?
ঝুমা আমায় বুঝিয়ে বলে,
আমি যেন গিয়ে দাঁড়ায়,
জুতোর গলির মুখে;
ততক্ষণে আসবে সেজে সে।
লোকে বলে-"প্রেম বুঝে,
-চোখের ভাষা"।
এবার দেখি প্রদীপ বুঝে,
আপন করে জুতোর ভাষা!
-নতুন প্রেমে পড়ে।
রাস্তা ঘাটে খেলার মাঠে
শুধু ঝুমার কথাই বলে।
বন্ধু মদন ধরল তাকে,
দেখাও তোমার প্রেমিকাকে!
নিয়ে গেল প্রদীপ তাকে,
দূর শহরের বাড়ির পাশে,
হাত দেখিয়ে বলে তাকে,
"ঐ যে মদন,ঝুমা আমায় ডাকে"!
ঝুমা দেখায় পায়ের জুতো,
বাড়ির ছাদে বসে।
মদন বলে,"কেমন প্রেমিক,
জুতো দেখায় তোকে"?
প্রদীপ আবার হেসে বলে,
"প্রেমের ভাষা বুঝলে নারে"?
ঝুমা আমায় বুঝিয়ে বলে,
আমি যেন গিয়ে দাঁড়ায়,
জুতোর গলির মুখে;
ততক্ষণে আসবে সেজে সে।
লোকে বলে-"প্রেম বুঝে,
-চোখের ভাষা"।
এবার দেখি প্রদীপ বুঝে,
আপন করে জুতোর ভাষা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৮/০৪/২০১৭সুন্দর
-
মোনালিসা ২৮/০৪/২০১৭
-
মধু মঙ্গল সিনহা ২৮/০৪/২০১৭ধন্যবাদ ।