বাঙলা ভাষার প্রতি
আমি একজন সংশোধনবাদী কবি,
শ্রদ্ধা করি এই বাঙলা ভাষার প্রতি।
ভুলে ভরা আমার যে ছন্দহীন মন,
যেমনটা আমার ঐ বাঙলা বানান।
কখনো ভুল হয় কবিতার কথায়;
তবুও লিখে যায় বাঙলা ভাষায়!
কখনো ক্ষিপ্ত হয় ছন্দের বাহার,
ভুল হয় কখনো উচ্চারণ আবার!
তবুও লিখে যায় বাঙলা কবিতা,
হয়তো বা কখনো জাগবে সবিতা!
শ্রদ্ধা করি এই বাঙলা ভাষার প্রতি।
ভুলে ভরা আমার যে ছন্দহীন মন,
যেমনটা আমার ঐ বাঙলা বানান।
কখনো ভুল হয় কবিতার কথায়;
তবুও লিখে যায় বাঙলা ভাষায়!
কখনো ক্ষিপ্ত হয় ছন্দের বাহার,
ভুল হয় কখনো উচ্চারণ আবার!
তবুও লিখে যায় বাঙলা কবিতা,
হয়তো বা কখনো জাগবে সবিতা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৪/২০১৭বাঙলা > বাংলা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৪/২০১৭সবিতা > সবই তা হবে কি?
-
হাছিবুর ২৭/০৪/২০১৭ধন্যবাদ ভায়া
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৭/০৪/২০১৭nice
-
মধু মঙ্গল সিনহা ২৭/০৪/২০১৭শুভেচ্ছা .