রেগ না তুমি
তুমি রেগে লাল হয়ো না আর,
বলব না আর কোনো কথা তার।
সে যে তোমার আলোক বাতি,
উন্নয়নের গোপন সিঁড়ি।
বোকা আমি তাই না জানি কিছু,
ছুটি কেবল তোদের পিছু পিছু।
এক ইসারায় যায় যা কিছু বুঝা,
মিথ্যে কেন চাপাই বোঝা?
গরম চায়ে শীতের দিনে,
ভালোবাসার গভীর টানে।
আবার আসা তোমার পাশে,
অভিমানের চাদর খসে।
বলব না আর কোনো কথা তার।
সে যে তোমার আলোক বাতি,
উন্নয়নের গোপন সিঁড়ি।
বোকা আমি তাই না জানি কিছু,
ছুটি কেবল তোদের পিছু পিছু।
এক ইসারায় যায় যা কিছু বুঝা,
মিথ্যে কেন চাপাই বোঝা?
গরম চায়ে শীতের দিনে,
ভালোবাসার গভীর টানে।
আবার আসা তোমার পাশে,
অভিমানের চাদর খসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেলি ২৭/০৪/২০১৭সুন্দর
-
এস এম আলমগীর হোসেন ২৭/০৪/২০১৭সুন্দর
-
সন্দীপ দাস ২৭/০৪/২০১৭ভাল জিনিসে রাগ হয়
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০১৭বেশ তাই হোক।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৪/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ২৬/০৪/২০১৭সুপ্রভাত।