শিবরাত্রির শুভেচ্ছা
শিবরাত্রির শুভেচ্ছা রইল তোমায়,
মিলে মিশে পূজা করো এবার সবাই।
ফলমুল ধূপ দীপ যতো পার দিও;
নেশা টেশা ধূমপান দূরেতে রাখিও।
মেলা মেশা হাসি খুশী করিয়ো বেশি;
শিব নামে ঐ কলঙ্ক না করিয়ো হাসি।
সুন্দর জীবন তোমার আছে ভাল মন;
তা দেখি শিখে যেন অপর কোন জন।
তাই বলি ভালো থেকো সারাটি জীবন,
পূজা পালি করো যেন হও অমূল্য রতন।
মিলে মিশে পূজা করো এবার সবাই।
ফলমুল ধূপ দীপ যতো পার দিও;
নেশা টেশা ধূমপান দূরেতে রাখিও।
মেলা মেশা হাসি খুশী করিয়ো বেশি;
শিব নামে ঐ কলঙ্ক না করিয়ো হাসি।
সুন্দর জীবন তোমার আছে ভাল মন;
তা দেখি শিখে যেন অপর কোন জন।
তাই বলি ভালো থেকো সারাটি জীবন,
পূজা পালি করো যেন হও অমূল্য রতন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৪/২০১৭ভালোলাগা রইল।
-
পরশ ২৬/০৪/২০১৭অনেক ভাল লাগলো
-
সন্দীপ দাস ২৬/০৪/২০১৭দারুন
-
মধু মঙ্গল সিনহা ২৬/০৪/২০১৭ধন্যবাদ।