অমর ২১শে
বুকের রক্তে লেখা,
অমর ২১শের স্মৃতি কথা।
করি সেই শহীদের স্মরণ,
যারা দিয়েছিল হেসে প্রাণ,
রাখিতে মাতৃভাষার সন্মান।
আজও রক্ত মাখানো দেখো,
আমতলার পাষানের গায়ে।
ধন্য তোমরা শফিক ভাইরা,
শহিদ হলে মাতৃভাষার তরে।
মনের কথা মায়ের ভাষায়,
এমন সুখ আর পাই কোথায়।
অমর হল আজ তাই ২১শে ফেব্রুয়ারি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্মানে।
শুধু বাংলা নয় স্বীকৃতি পেল,
আর কত সংখ্যা লঘু ভাষা বিশ্ব দরবারে।
অমর ২১শের স্মৃতি কথা।
করি সেই শহীদের স্মরণ,
যারা দিয়েছিল হেসে প্রাণ,
রাখিতে মাতৃভাষার সন্মান।
আজও রক্ত মাখানো দেখো,
আমতলার পাষানের গায়ে।
ধন্য তোমরা শফিক ভাইরা,
শহিদ হলে মাতৃভাষার তরে।
মনের কথা মায়ের ভাষায়,
এমন সুখ আর পাই কোথায়।
অমর হল আজ তাই ২১শে ফেব্রুয়ারি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্মানে।
শুধু বাংলা নয় স্বীকৃতি পেল,
আর কত সংখ্যা লঘু ভাষা বিশ্ব দরবারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/০৪/২০১৭ভাল লাগলো বেশ ।সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৪/২০১৭খুব ভালো। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ২৬/০৪/২০১৭সুন্দর!
-
সোহেল রানা আশিক ২৬/০৪/২০১৭২১ নিয়ে দারুন লেখা
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৬/০৪/২০১৭বেশ ভাল
-
মধু মঙ্গল সিনহা ২৫/০৪/২০১৭ধন্যবাদ।