হারিয়ে যেতে চাই
জীবন!
আমি আজ হারিয়ে যেতে চাই,
হারিয়ে যেতে চাই তোমার অঙ্গনে,
চীর তরে জীবনেরই মতো!
তোমারই অঙ্গনে,
বিনা সংগ্ৰামে জীবনেরই মতো!
জীবন!
তুমি আজ বড় পরিশ্রান্ত;
পরিশ্রান্ত শুধু তুমি আমাকে লয়ে
তুমি নিয়ে চলো মোরে,
অজানা ঐ কাল গহ্বরে।
চীর তরে জীবনেরই মতো।
পৃথিবী!
তোমার রূপ, রস,আর গন্ধে
আমি পরিতৃপ্ত।
তবুও চির অতৃপ্ত আমি,
অতৃপ্ত, শুধু তোমারই প্রেমে।
র্নিলিপ্ত!
আমি র্নিলিপ্ত!
রয়ে যেতে চাই চির র্নিলিপ্ত!
আর ডুবে যেতে চাই,
তোমার ঐ সাগর ,
মহাসাগরের অতল গহ্বরে।
কালবৈশাখী!
এবার আমি,
দুটি হাত তোলে দেব,
তোমার ঐ কুজ্জটিকায়!
শুকনো তুলোর মতো,
উড়ে যাব দূরে,বহু দূরে;
কোন এক অজানা প্রান্তরে।
প্রিয়তমা!
তবে,কেন?
কেন মনে হয়,
হয়তো বা কেউ,
কেউ না হয় কেউ
আমাকেও ভালোবাসে
তার সারাটা হৃদয় ভরে?
আমি আজ হারিয়ে যেতে চাই,
হারিয়ে যেতে চাই তোমার অঙ্গনে,
চীর তরে জীবনেরই মতো!
তোমারই অঙ্গনে,
বিনা সংগ্ৰামে জীবনেরই মতো!
জীবন!
তুমি আজ বড় পরিশ্রান্ত;
পরিশ্রান্ত শুধু তুমি আমাকে লয়ে
তুমি নিয়ে চলো মোরে,
অজানা ঐ কাল গহ্বরে।
চীর তরে জীবনেরই মতো।
পৃথিবী!
তোমার রূপ, রস,আর গন্ধে
আমি পরিতৃপ্ত।
তবুও চির অতৃপ্ত আমি,
অতৃপ্ত, শুধু তোমারই প্রেমে।
র্নিলিপ্ত!
আমি র্নিলিপ্ত!
রয়ে যেতে চাই চির র্নিলিপ্ত!
আর ডুবে যেতে চাই,
তোমার ঐ সাগর ,
মহাসাগরের অতল গহ্বরে।
কালবৈশাখী!
এবার আমি,
দুটি হাত তোলে দেব,
তোমার ঐ কুজ্জটিকায়!
শুকনো তুলোর মতো,
উড়ে যাব দূরে,বহু দূরে;
কোন এক অজানা প্রান্তরে।
প্রিয়তমা!
তবে,কেন?
কেন মনে হয়,
হয়তো বা কেউ,
কেউ না হয় কেউ
আমাকেও ভালোবাসে
তার সারাটা হৃদয় ভরে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৫/০৪/২০১৭সুন্দর ভাবনা
-
মধু মঙ্গল সিনহা ২৫/০৪/২০১৭অনেক ধন্যবাদ।