চলো হাঁটি
ঐ যে শোন,
ভোরের পাখি
উঠল তোমায় ডাকি!
শয্যা ছেড়ে বেরিয়ে পড়,
"সবাই মিলে হাঁটি"।
"সুস্থ দেহ সুস্থ মন"-
"ভোরের"এই আহবান।
দিনের শুরু হাসি-খুশি,
দাদা ভাই আর মাসি-পিসি;
চলো এবার সবাই মিলে
প্রাণটি খুলে হাঁটি।
হেঁটেই পাবে নিরোগ দেহ,
হাঁটার মাঝেই প্রাণ,
দূরের মানুষ আপন হবে,
-পাবে যে সন্মান।
ছোট বড়ো সবাই মিলে
-করবো বিশ্ব জয়।
নিরোগ দেহ পেতে গেলে,
-পথকে কেন ভয়?
"চলো হাঁটি " সবাই মিলে,
নারী পুরুষ বিভেদ ভুলে।
হাঁটার ফাঁকে হাসি খুসি,
গল্প হবে রাশি রাশি!
মিলে মিশে আনব ধরে,
সৌভ্রাতৃত্ব হৃদয় ভরে।
সবাই মিলে ফেলব ঝেরে,
জাতি ভেদের লজ্জাটাকে।
গলে দেব আজ মৈত্রী মালা-
নিভিয়ে দেব বিভেদ জ্বালা।
হাঁটার ফাঁকে তোমার ডাকে,
সাড়া দেব প্রাতঃরাশে।
ফোলা ফোলা সব্জী পুরি,
না হয় হবে মাংস রুটি।
তাই তো বলি আবার তোমায়
এবার চলো-
এবার চলো!
সবাই মিলে হাঁটি।
ভোরের পাখি
উঠল তোমায় ডাকি!
শয্যা ছেড়ে বেরিয়ে পড়,
"সবাই মিলে হাঁটি"।
"সুস্থ দেহ সুস্থ মন"-
"ভোরের"এই আহবান।
দিনের শুরু হাসি-খুশি,
দাদা ভাই আর মাসি-পিসি;
চলো এবার সবাই মিলে
প্রাণটি খুলে হাঁটি।
হেঁটেই পাবে নিরোগ দেহ,
হাঁটার মাঝেই প্রাণ,
দূরের মানুষ আপন হবে,
-পাবে যে সন্মান।
ছোট বড়ো সবাই মিলে
-করবো বিশ্ব জয়।
নিরোগ দেহ পেতে গেলে,
-পথকে কেন ভয়?
"চলো হাঁটি " সবাই মিলে,
নারী পুরুষ বিভেদ ভুলে।
হাঁটার ফাঁকে হাসি খুসি,
গল্প হবে রাশি রাশি!
মিলে মিশে আনব ধরে,
সৌভ্রাতৃত্ব হৃদয় ভরে।
সবাই মিলে ফেলব ঝেরে,
জাতি ভেদের লজ্জাটাকে।
গলে দেব আজ মৈত্রী মালা-
নিভিয়ে দেব বিভেদ জ্বালা।
হাঁটার ফাঁকে তোমার ডাকে,
সাড়া দেব প্রাতঃরাশে।
ফোলা ফোলা সব্জী পুরি,
না হয় হবে মাংস রুটি।
তাই তো বলি আবার তোমায়
এবার চলো-
এবার চলো!
সবাই মিলে হাঁটি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৪/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ২৫/০৪/২০১৭বেশ সুন্দর!