হ্যাপি ভেলেন্টাইন ডে
শুভেচ্ছা রইল তোমায় ভেলেন্টাইনের দিনে,
হাজারো বছরের প্রেম ও ভালোবাসার টানে।
আমি রাত জেগে বসে থাকি বাতায়ন খুলে,
ক্ষণে ক্ষণে চেয়ে দেখি ঐ আকাশের নীলে।
প্রতিক্ষাতে না খুলে যেন রাতির শেকল বাঁধন,
চেয়ে চেয়ে উঠে বসে করি কত যে উচাটন।
পরিশেষে ধীরে ধীরে খুলে শেকল লোহার,
কোকিলের কন্ঠে জাগে আলোর জোয়ার।
আমি বেছে তুলে নেই লাল গোলাপের ফুল,
তোমাকে সম্বোধিতে না করি যেন কোন ভুল।
জাগো প্রিয়ে! তুমি জাগো এই বসন্তেরই ডাকে,
তোমাকে খুজি ঐ আবির মাখা রশ্মীর ফাকে।
আস প্রিয়ে দ্রুত লয়ে ঐ সরু গলিটির মুখে,
জরিয়ে নেব তোমায় বসন্তের এই উষ্ণ বুকে।
লেখিব আজ আমারা চির নতুনের জয় গান,
না রাখিও প্রেমে তুমি কোন মান অভিমান।
হাজারো বছরের প্রেম ও ভালোবাসার টানে।
আমি রাত জেগে বসে থাকি বাতায়ন খুলে,
ক্ষণে ক্ষণে চেয়ে দেখি ঐ আকাশের নীলে।
প্রতিক্ষাতে না খুলে যেন রাতির শেকল বাঁধন,
চেয়ে চেয়ে উঠে বসে করি কত যে উচাটন।
পরিশেষে ধীরে ধীরে খুলে শেকল লোহার,
কোকিলের কন্ঠে জাগে আলোর জোয়ার।
আমি বেছে তুলে নেই লাল গোলাপের ফুল,
তোমাকে সম্বোধিতে না করি যেন কোন ভুল।
জাগো প্রিয়ে! তুমি জাগো এই বসন্তেরই ডাকে,
তোমাকে খুজি ঐ আবির মাখা রশ্মীর ফাকে।
আস প্রিয়ে দ্রুত লয়ে ঐ সরু গলিটির মুখে,
জরিয়ে নেব তোমায় বসন্তের এই উষ্ণ বুকে।
লেখিব আজ আমারা চির নতুনের জয় গান,
না রাখিও প্রেমে তুমি কোন মান অভিমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৫/০৪/২০১৭বেশ
-
মধু মঙ্গল সিনহা ২৪/০৪/২০১৭স্বাগতম ।