অভিমান করো না
অভিমান কোরো না তুমি-"গঙ্গা";
মালিনীর বুকে আর ডুবিব না!
না করিব তর্পণ আর জলাঞ্জলি ,
ভুলো না তুমি আজ ওগো-গঙ্গে!
পূজার ধূপ- দীপ,ফল-ফুল যত,
সমর্পিল তব স্রোতে জীবনের মত।
ভাসিয়ে ছিলাম ঘটের নারকেলটি,
ভেসে ভেসে চরে গেছে বসে সেটি।
সে যে হল আজ এক বড় গাছ,
চেয়ে দেখ তুমি ঐ বেলা ভূমি পানে!
মালিনীর বুকে আর ডুবিব না!
না করিব তর্পণ আর জলাঞ্জলি ,
ভুলো না তুমি আজ ওগো-গঙ্গে!
পূজার ধূপ- দীপ,ফল-ফুল যত,
সমর্পিল তব স্রোতে জীবনের মত।
ভাসিয়ে ছিলাম ঘটের নারকেলটি,
ভেসে ভেসে চরে গেছে বসে সেটি।
সে যে হল আজ এক বড় গাছ,
চেয়ে দেখ তুমি ঐ বেলা ভূমি পানে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৪/২০১৭কোরো, জলাঞ্জলি মতো হবে।
-
সাঁঝের তারা ২৪/০৪/২০১৭সুন্দর!
-
মধু মঙ্গল সিনহা ২৩/০৪/২০১৭অভিনন্দন।