তুমি সাজ আবার
মানবী তুমি মন ভরে সাজো আবার;
কেন তুমি মুছে নিলে সিঁদুরের বাহার?
লাল রঙা জামদানি খুলো নাকো আর;
মানিয়ে ছিল তোমার ঐ কাঞ্চন হার।
ভেঙোনা তুমি প্রেমের শাঁখা আর বালা,
ছিড়ে যদি যায় তবে দেব নব মালা।
মাঝ খানে কোরো নাকো অভিনয়ে ইতি;
রঙ নিয়ে বাঁচো তুমি শ্বেত বেশ ব্যতীত।
এখনো শ্রোতা আছে - দর্শকের সমাগম,
বহু প্রতীক্ষিত আজও তব শুভ পদার্পন।
শামিয়ানা বাঁধা আছে ঐ তমালের তলে,
ফলে ফুলে হবে তুমি পদ্ম যেন জলে।
বহু গান রয়ে গেছে - দৃশ্যেরই আবর্তন,
তবে কেন সরে যাবে ভেবে সমাপন?
কেন তুমি মুছে নিলে সিঁদুরের বাহার?
লাল রঙা জামদানি খুলো নাকো আর;
মানিয়ে ছিল তোমার ঐ কাঞ্চন হার।
ভেঙোনা তুমি প্রেমের শাঁখা আর বালা,
ছিড়ে যদি যায় তবে দেব নব মালা।
মাঝ খানে কোরো নাকো অভিনয়ে ইতি;
রঙ নিয়ে বাঁচো তুমি শ্বেত বেশ ব্যতীত।
এখনো শ্রোতা আছে - দর্শকের সমাগম,
বহু প্রতীক্ষিত আজও তব শুভ পদার্পন।
শামিয়ানা বাঁধা আছে ঐ তমালের তলে,
ফলে ফুলে হবে তুমি পদ্ম যেন জলে।
বহু গান রয়ে গেছে - দৃশ্যেরই আবর্তন,
তবে কেন সরে যাবে ভেবে সমাপন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবজ্যোতিকাজল ২৩/০৪/২০১৭ভাল লাগল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৪/২০১৭সাজ > সাজো
যামদানী > জামদানি
ভেঙনা > ভেঙোনা
করো > কোরো
বাঁচ > বাঁচো
পর্দাপন> পদার্প ন
সামিয়ানা > শামিয়ানা
বাধা > বাঁধা
আর্বত্তন > আবর্তন
আর ব্যতীতকে ব্যাতি লেখা কি ঠিক? -
মুহাম্মাদ রাসেল উদ্দীন ২৩/০৪/২০১৭ফাটাফাটি
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭অসাধারন ভাবনা
-
আরিফ মুহাম্মদ ২৩/০৪/২০১৭চর্তু্দশপদী কবিতার জন্য কবি কে অশেষ ধন্যবাদ । শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৪/২০১৭দারুণ কম্পোজিশন !
ধন্যবাদ, কবিবরকে -
মধু মঙ্গল সিনহা ২৩/০৪/২০১৭স্বাগতম!