হৃদয়ের দুয়ার
হৃদয়ের দুয়ার খানি দিয়েছি খুলে,
তুমি আস হে প্রিয়ে মম প্রেমালয়ে।
শিখী নাচে পাখা মেলে,
কেকা শুনি তার তালে।
জলকেলি করে মরাল মরালী,
দূরে ঐ নীল সরোবর জলে।
নিঙ্কন আর বীণা বাজে,
প্রিয়ে তব শুভ আহবানে।
আবিরে আলপনা একেছি তায়,
যেথা ফেলিবে তব রাঙা দুটি পায়।
জ্বালি ধূপ-দীপ আর সব সুগন্ধী,
স্বাগতিব তব আগমন যুগসন্ধি।
নানা পুস্প রেণুময়-সাজায়েছি দেবালয়,
পূজিব তোমায় আমি হৃদয় বেদীর 'পরে।
তব নামে মালা জপি তোমারই তরে,
অঞ্জলি লব তাতে সব হোম-যজ্ঞ সেরে।
তুমি আস হে প্রিয়ে মম হৃদয় মন্দিরে,
আজি হৃদয়ের দুয়ার খানি দিয়েছি যে খুলে।
তুমি আস হে প্রিয়ে মম প্রেমালয়ে।
শিখী নাচে পাখা মেলে,
কেকা শুনি তার তালে।
জলকেলি করে মরাল মরালী,
দূরে ঐ নীল সরোবর জলে।
নিঙ্কন আর বীণা বাজে,
প্রিয়ে তব শুভ আহবানে।
আবিরে আলপনা একেছি তায়,
যেথা ফেলিবে তব রাঙা দুটি পায়।
জ্বালি ধূপ-দীপ আর সব সুগন্ধী,
স্বাগতিব তব আগমন যুগসন্ধি।
নানা পুস্প রেণুময়-সাজায়েছি দেবালয়,
পূজিব তোমায় আমি হৃদয় বেদীর 'পরে।
তব নামে মালা জপি তোমারই তরে,
অঞ্জলি লব তাতে সব হোম-যজ্ঞ সেরে।
তুমি আস হে প্রিয়ে মম হৃদয় মন্দিরে,
আজি হৃদয়ের দুয়ার খানি দিয়েছি যে খুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৭ভালো...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৪/২০১৭বেশ ভালো।
-
মেহেদী হাসান (নয়ন) ২২/০৪/২০১৭অসাধারণ লিখছেন কবি...।।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৪/২০১৭বেশ লাগলো।
-
পরশ ২২/০৪/২০১৭সন্দর হয়েছে
-
মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭ধন্যবাদ।