পুতুল খেলা
একালটা যে সেকাল হতে,
নয় তো বেশি বাকি।
দেখো -তুমি ,আমি, আমরা ;
সবই হবে শুধু ফাঁকি।
মুক্তা ঝরা ঐ নয়ন দুটি
না ভিজিবে আর জলে।
মুখে মুখে বলবে সবে,
দেখ ভাগ্য কাঁদায় কিসে?
ঘরের কোণে বাজবে বাঁশি,
শুনবে কেবল সখী শশী।
ভুলে যাবে পুরনো কথা,
বাঁচতে হবে ভুলে ব্যাথা।
নিমের তলে বইবে বাতাস,
চাঁদের তলের গরম শ্বাস।
এটাই বুঝি শেষের বেলা,
ভালবাসার পুতুল খেলা!
নয় তো বেশি বাকি।
দেখো -তুমি ,আমি, আমরা ;
সবই হবে শুধু ফাঁকি।
মুক্তা ঝরা ঐ নয়ন দুটি
না ভিজিবে আর জলে।
মুখে মুখে বলবে সবে,
দেখ ভাগ্য কাঁদায় কিসে?
ঘরের কোণে বাজবে বাঁশি,
শুনবে কেবল সখী শশী।
ভুলে যাবে পুরনো কথা,
বাঁচতে হবে ভুলে ব্যাথা।
নিমের তলে বইবে বাতাস,
চাঁদের তলের গরম শ্বাস।
এটাই বুঝি শেষের বেলা,
ভালবাসার পুতুল খেলা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭শঁচী অর্থ কি
-
মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭স্বাগতম!
-
মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭স্বাগতম!