নীল আকাশের নীচে
নীল আকাশখানি বড় ভালো লাগে,
সাতরঙ্গীয়া মনের বহু ছবি আঁকে।
মেঘের সাগরে পাল তোলা নৌকা,
উথাল পাথাল ঢেউ তবু আমি একা।
অনন্ত কাল ধরে আছি আমি দাঁড়িয়ে,
তব পানে ঐ অপলক দৃষ্টিতে চেয়ে।
জানি না আমি তুমি রাখবে কি মোরে,
ঝড়- বৃষ্টির রাতে শুধু তোমার কাছে?
নীল আকাশখানি বড় ভালো লাগে,
আজও দাঁড়িয়ে আছি তব পদ তলে।
চাতকের সাথে মিতালি রচেছি আমি,
তৃষ্ণার ভূবনে ধ্রুব তারা শুধু যে তুমি;
সাথে রেখো-পথভ্রষ্ট আমি অভিমানী।
ত্যাজিল যে মোরে এই লোক সংসার,
এতো ছিল তোমাকে দেখারই উপহার।
সাতরঙ্গীয়া মনের বহু ছবি আঁকে।
মেঘের সাগরে পাল তোলা নৌকা,
উথাল পাথাল ঢেউ তবু আমি একা।
অনন্ত কাল ধরে আছি আমি দাঁড়িয়ে,
তব পানে ঐ অপলক দৃষ্টিতে চেয়ে।
জানি না আমি তুমি রাখবে কি মোরে,
ঝড়- বৃষ্টির রাতে শুধু তোমার কাছে?
নীল আকাশখানি বড় ভালো লাগে,
আজও দাঁড়িয়ে আছি তব পদ তলে।
চাতকের সাথে মিতালি রচেছি আমি,
তৃষ্ণার ভূবনে ধ্রুব তারা শুধু যে তুমি;
সাথে রেখো-পথভ্রষ্ট আমি অভিমানী।
ত্যাজিল যে মোরে এই লোক সংসার,
এতো ছিল তোমাকে দেখারই উপহার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭স্বাগতম।