গ্ৰামখানা
হয়তো তুমি ভুলে গেছ এই গ্ৰামখানা,
যেখানে ছিল মুলি বাঁশ আর ঘন ছন্।
সেই বকুল গাছ খানা আজ আর নেই,
তবুও তার সুবাস বুঝি আছে বাতাসে!
সেই দোলনায় দোলা-লোকচুরি খেলা,
দেখা নেই তোমার সাথে মাটির ঐ পথে,
মনে হয় কথা কয় শ্যামলীর নীল জল।
বলে বুঝি ঐ জল,"কেমন আছ অমল?"
যেখানে ছিল মুলি বাঁশ আর ঘন ছন্।
সেই বকুল গাছ খানা আজ আর নেই,
তবুও তার সুবাস বুঝি আছে বাতাসে!
সেই দোলনায় দোলা-লোকচুরি খেলা,
দেখা নেই তোমার সাথে মাটির ঐ পথে,
মনে হয় কথা কয় শ্যামলীর নীল জল।
বলে বুঝি ঐ জল,"কেমন আছ অমল?"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজুয়ান চৌধুরী ২২/০৪/২০১৭
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৭গ্রামখানি ভালো।
-
সোহেল রানা আশিক ২১/০৪/২০১৭চমৎকার।।
-
অপর্ণা পাল(দেবী) ২১/০৪/২০১৭খুব ভালো
-
ফয়সাল রহমান ২১/০৪/২০১৭খুব ভালো
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭স্বাগতম।
অনেক প্রীতি এবং শুভেচ্ছা !
ভালো থাকুন সর্বদা !