বিমল বিতান
আকাশটা ভেঙে পড়েছিল ঐ দিন,
একত্রিশে মার্চ উনিশ শত আটানব্বই ইং;
ত্রিপুরার মেহনতী-নিপিড়ীত মানুষের 'পরে।
জল্লাদেরা কেরেনিয়ে ছিল প্রাণ বন্দুকের নলে।
দত্তক ভাই বিক্রমেরের উদ্ধারিতে,
সহিদিলেন ভাই বিদ্যুৎ আর বিমলে ।
চারিদিকে শুধু বিমল! বিমল! আর বিমল!
আজ থামেনি সেই গনকান্না , ঐ আভাঙ্গাতে-
ধলাই নদীর অশ্রু ভরা নুনো জলে।
হ্যা! আজও থামেনি-
মোদের স্বর্বহারা কাতর কান্নাস্বর!
প্লাবিত করেছিল কারা কেন ধলাই নদী চর
ভাইয়েদের রক্ত ডেলে?
মহামানব তুমি রচে গেলে প্রেম গান,
ইনকিলাবি আর বৈপ্লবীক আহ্বান।
ভ্রাতৃ প্রেমে রক্ত দিলে রাক্ষসেদের জ্বিবে।
ওরা উন্মাদ! জানেনা কিছুই-
মাতৃ-ভ্রাতৃ-পিতৃ স্নেহ বা জনতার প্রেম!
জানে শুধু হিংসা আর দালালি।
চির অমর বিমল তুমি কোটি জনতার মনে;
তপনের আপন বিভূতিলয়ে এই ধরা তলে।
একত্রিশে মার্চ উনিশ শত আটানব্বই ইং;
ত্রিপুরার মেহনতী-নিপিড়ীত মানুষের 'পরে।
জল্লাদেরা কেরেনিয়ে ছিল প্রাণ বন্দুকের নলে।
দত্তক ভাই বিক্রমেরের উদ্ধারিতে,
সহিদিলেন ভাই বিদ্যুৎ আর বিমলে ।
চারিদিকে শুধু বিমল! বিমল! আর বিমল!
আজ থামেনি সেই গনকান্না , ঐ আভাঙ্গাতে-
ধলাই নদীর অশ্রু ভরা নুনো জলে।
হ্যা! আজও থামেনি-
মোদের স্বর্বহারা কাতর কান্নাস্বর!
প্লাবিত করেছিল কারা কেন ধলাই নদী চর
ভাইয়েদের রক্ত ডেলে?
মহামানব তুমি রচে গেলে প্রেম গান,
ইনকিলাবি আর বৈপ্লবীক আহ্বান।
ভ্রাতৃ প্রেমে রক্ত দিলে রাক্ষসেদের জ্বিবে।
ওরা উন্মাদ! জানেনা কিছুই-
মাতৃ-ভ্রাতৃ-পিতৃ স্নেহ বা জনতার প্রেম!
জানে শুধু হিংসা আর দালালি।
চির অমর বিমল তুমি কোটি জনতার মনে;
তপনের আপন বিভূতিলয়ে এই ধরা তলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৪/২০১৭বেশ! ভালো। শুভেচ্ছা নেবেন।
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭স্বাগতম!