আমরা কৃষক
আমারা দেশের কৃষক ভাই,
লাঙল চালাই- ফসল ফলাই।
ধানের শেষে লাগাই আলু,
কপি, মূলা ,ফরাস ,টমেটো।
পানি লাউয়ের নানা জাত,
ভনবোজনের কলার পাত্।
নানা সব্জী,সিমের বীচি,
সবুজ সবুজ মটর শুটি।
ধনিয়া আর খিরা- শশা,
ধুয়ে রাখে ভোর- কুয়াশা।
লাঙল চালাই- ফসল ফলাই।
ধানের শেষে লাগাই আলু,
কপি, মূলা ,ফরাস ,টমেটো।
পানি লাউয়ের নানা জাত,
ভনবোজনের কলার পাত্।
নানা সব্জী,সিমের বীচি,
সবুজ সবুজ মটর শুটি।
ধনিয়া আর খিরা- শশা,
ধুয়ে রাখে ভোর- কুয়াশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭স্বাগতম!