ওরা এসেছিল
ওরা এসেছিল কেন,
কেউ জানে কি না?
বাংলা গল্পের কাদম্মিনীরা!
উত্তর গুলো শেখা হয়ে গেছে,
আর ভাল গাগে না।
ওরা এসেছিল কেন,
কেউ যানে কি না?
বাবলী ওদের ডেকে,
বসতে দিয়ে ছিল কি না-
কেউ জানে কি না?
কেউ জানে কি না?
বাংলা গল্পের কাদম্মিনীরা!
উত্তর গুলো শেখা হয়ে গেছে,
আর ভাল গাগে না।
ওরা এসেছিল কেন,
কেউ যানে কি না?
বাবলী ওদের ডেকে,
বসতে দিয়ে ছিল কি না-
কেউ জানে কি না?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২১/০৪/২০১৭সুন্দরলেখা
-
সাঁঝের তারা ২০/০৪/২০১৭কেউ জানে না!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৪/২০১৭আমারও জানা নেই। শুভেচ্ছা।
-
সন্দীপন পাল(শুভ) ২০/০৪/২০১৭সত্যিই কে বা জানে!
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৪/২০১৭ভালো।
-
মোনালিসা ২০/০৪/২০১৭--({[---]})--
-
মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০১৭স্বাগতম বন্ধুবর!