বিদ্যাসাগর
বিদ্যাসাগর তুমি দয়ার সাগর,
গর্বিত মোরা মানবজাতি,
ধন্য মোরা যে তব অনুচর।
মানবতা আর স্নেহের সাগর,
তুমি যোগ পুরুষ বিদ্যাসাগর।
কখনো আবার প্রশ্ন জাগে মনে,
জন্মেছে কি কেউ এই ত্রিভূবনে,
তুলনা করিব যারে তব কিরণে?
ধন্য মাতা স্নেহময়ী ভগবতী,
আকাশের রবি এনেছ ধরি,
মানুষের তরে তুমারই ঘরে।
দান করেছ তুমি অকাতরে,
মানুষের তরে দুটি হাত ভরে,
রচিলে তুমি নব হিমালয়,
লঙ্গিতেনারে তা আজও কেউ!
গর্বিত মোরা মানবজাতি,
ধন্য মোরা যে তব অনুচর।
মানবতা আর স্নেহের সাগর,
তুমি যোগ পুরুষ বিদ্যাসাগর।
কখনো আবার প্রশ্ন জাগে মনে,
জন্মেছে কি কেউ এই ত্রিভূবনে,
তুলনা করিব যারে তব কিরণে?
ধন্য মাতা স্নেহময়ী ভগবতী,
আকাশের রবি এনেছ ধরি,
মানুষের তরে তুমারই ঘরে।
দান করেছ তুমি অকাতরে,
মানুষের তরে দুটি হাত ভরে,
রচিলে তুমি নব হিমালয়,
লঙ্গিতেনারে তা আজও কেউ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২১/০৪/২০১৭আরও ভাবনার অবকাশ আছে। ভাল হয়েছে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৪/২০১৭শেষ লাইনে 'লঙ্ঘিতে নারে' হবে।
-
মেহেদী হাসান (নয়ন) ২০/০৪/২০১৭বেশ ভাল লিখেছেন কবি...।
-
সাঁঝের তারা ২০/০৪/২০১৭ঠিক লিখেছেন...শুধু বিদ্যার সাগরই নন, তিনি দয়ার সাগরও বটে...
-
মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০১৭সুপ্রভাত।