প্ল্যটফর্ম
চিত্ত জুরায় মোর,
শীতের কুয়াশায়,
তোমারই ভালোবাসায়।
তোমার সুভাষিত
ঐ রেশমি চাদর খানি,
মনে পরে আজও
ভোরের শীতল হাওয়ায়।
ভালো আছি মনে,
একলা অতি সংগোপনে ,
তোমারই স্মরণে।
আবার উষ্ণ হয়ে যায় আমি
কন কনে শীতে।
বসে আছি কোনো এক প্ল্যটফর্মে
তুমি আসবে বলে।
শিউলী গুলো ঝরে গেছে,
সূর্য উঠার আগে;
যা পরে আছে ধূলি মাঝে,
আপন আপন অভিমান লয়ে।
হকার হেকে চলে যায়-
খবর কাগজ লয়ে।
দুচোখ আমার দৌড়ে চলে,
ট্রেনের জানালায় জানালায়।
হয়তো বা তুমি নেমে আসবে,
শীতের কুয়াশায়,
তোমারই ভালোবাসায়।
তোমার সুভাষিত
ঐ রেশমি চাদর খানি,
মনে পরে আজও
ভোরের শীতল হাওয়ায়।
ভালো আছি মনে,
একলা অতি সংগোপনে ,
তোমারই স্মরণে।
আবার উষ্ণ হয়ে যায় আমি
কন কনে শীতে।
বসে আছি কোনো এক প্ল্যটফর্মে
তুমি আসবে বলে।
শিউলী গুলো ঝরে গেছে,
সূর্য উঠার আগে;
যা পরে আছে ধূলি মাঝে,
আপন আপন অভিমান লয়ে।
হকার হেকে চলে যায়-
খবর কাগজ লয়ে।
দুচোখ আমার দৌড়ে চলে,
ট্রেনের জানালায় জানালায়।
হয়তো বা তুমি নেমে আসবে,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৪/২০১৭প্ল্যাটফর্ম।
-
মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০১৭শুভ কামনা ।