www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা মানে

ভালোবাসা মানে-
নিজের বুক চিরে হ্নদপিন্ডটা বের করা?
ভালোবাসা মানে-
দুই হাতে নিঙড়ে সব রক্ত বের করা?
ভালোবাসা মানে-
হৃদপিন্ডকে পুড়িয়ে লাল করে তোলা?
ভালোবাসা মানে-
হাতুরির পিটা খেয়ে চ‍্যাপ্টা হয়ে যাওয়া?
ভালোবাসা মানে-
চুপ করে মুখে কলুপ এটে বসে থাকা?
ভালোবাসা মানে-
নিজে পরাধীন থেকে স্বাধীনতা দেওয়া?
ভালোবাসা মানে-
নিজ কান ধরে ভুল স্বীকার করে নেওয়া?
ভালোবাসা মানে-
জীবনে আর মাফ চেয়ে মাফ না পাওয়া?
ভালোবাসা মানে-
মেপে মেপে ভয়ে ভয়ে সত্যি কথা বলা?
ভালোবাসা মানে-
জীবনখানি শুধু শুধু অভিমান দিয়ে ভরা?
ভালোবাসা মানে-
পথে ঘাটে দিন দুপুরে শুধু অপমান সহা?
ভালোবাসা মানে-
কারন অকারনে আত্ম বলিদান দেওয়া?
ভালোবাসা মানে-
নিজের মানুষটির উপদেশ না শোনা?
ভালোবাসা মানে-
ঐ তাকে হারানোর জন্য প্রস্তুত হ‌ওয়া?
ভালোবাসা মানে-
বড় পাথরের নিচে বুক পেতে দেওয়া?
ভালোবাসা মানে-
জীবন ছেড়ে চলে যেতে বাধ্য হ‌ওয়া?
ভালোবাসা মানে -
ভালোবাসা দিয়ে তাকে শ্রেষ্ঠ মানুষ করা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২০/০৪/২০১৭
    অনবদ্য!
  • ভালোবাসার পাঁচালি। শুভেচ্ছা।
  • মধু মঙ্গল সিনহা ২০/০৪/২০১৭
    শুভেচ্ছা রইল।
 
Quantcast