ফিরে আস তুমি
হ্নদয়ের দুয়ার খানি খুলে রেখেছি আমি,
তোমার ঐ পথ চেয়ে।
আস প্রিয়ে ঘরে ফিরে,
খুলে ফেলে বিরহ বসন,
পরাব তোমায় আমি মিলন চন্দন।
মিলনের সাথে বিরহ মাখা,
-এ বুঝি প্রেমেরই ভাষা।
চেয়ে দেখ তুমি প্রিয়ে
সন্ধ্যা হল যে আজ,
কাকলীরা সকলই ফিরিল
আপনারে লয়ে আপন আলয়ে।
তুমি কি আসিবেনা ফিরে
নিজ অধিকার লয়ে-
মোর এ ভাঙ্ঘা হ্নদয় জুরায়ে?
অভিমান লয়ে তুমি যেও দূরে,
আস তুমি ফিরে আস -
ঐ প্রীতির ডালি লয়ে।
তোমার ঐ পথ চেয়ে।
আস প্রিয়ে ঘরে ফিরে,
খুলে ফেলে বিরহ বসন,
পরাব তোমায় আমি মিলন চন্দন।
মিলনের সাথে বিরহ মাখা,
-এ বুঝি প্রেমেরই ভাষা।
চেয়ে দেখ তুমি প্রিয়ে
সন্ধ্যা হল যে আজ,
কাকলীরা সকলই ফিরিল
আপনারে লয়ে আপন আলয়ে।
তুমি কি আসিবেনা ফিরে
নিজ অধিকার লয়ে-
মোর এ ভাঙ্ঘা হ্নদয় জুরায়ে?
অভিমান লয়ে তুমি যেও দূরে,
আস তুমি ফিরে আস -
ঐ প্রীতির ডালি লয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২০/০৪/২০১৭খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল ...
-
তাবেরী ২০/০৪/২০১৭সত্তিই অসাধারণ।
-
০।।০ ২০/০৪/২০১৭বেশ অপূর্ব লিখন ।। শুভ কামনা নিরন্তর...
-
সন্দীপন পাল(শুভ) ১৯/০৪/২০১৭অত্যন্ত সুন্দর
কবিকে শুভেচ্ছা -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৪/২০১৭খুব ভালো। শুভেচ্ছা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৪/২০১৭অনেক ভক্তিভরা নিবেদনমূলক এক গীতি কবিতা।
ধন্যবাদ
কবিবরকে। -
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০১৭মধুর আকুতি।
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৪/২০১৭ধন্যবাদ ।