শীতের শেষে
শীতের শেষে ফুটল ফুল
নদীর চরের কাঁশ, কুল।
গাছের ডালে কচি পাতা,
আমের ডগায় ঝুটা বৌল।
মধু মাঝি নৌকা ছেড়ে,
ভাটীআলি ঐ সুর ধরে।
মাঝ দরিয়ায় ভাটীআলি,
ঐ পারেতে পল্লী গীতি।
চুলের গোছায় কোমর দোলায়,
আলতা পায়ে কনক চাঁপায়।
লাজে মরে পুরুষ জেনে -
নব বধূ গোমটা টানে।
কাঁকে কলস আলের বাঁকে,
মোহিত করে বাতাসটাকে-
ঠোঁটের ঝিলিক জোড়া শালিক,
হারিয়ে দিল লুকিয়ে রাখা মনটাকে!
নদীর চরের কাঁশ, কুল।
গাছের ডালে কচি পাতা,
আমের ডগায় ঝুটা বৌল।
মধু মাঝি নৌকা ছেড়ে,
ভাটীআলি ঐ সুর ধরে।
মাঝ দরিয়ায় ভাটীআলি,
ঐ পারেতে পল্লী গীতি।
চুলের গোছায় কোমর দোলায়,
আলতা পায়ে কনক চাঁপায়।
লাজে মরে পুরুষ জেনে -
নব বধূ গোমটা টানে।
কাঁকে কলস আলের বাঁকে,
মোহিত করে বাতাসটাকে-
ঠোঁটের ঝিলিক জোড়া শালিক,
হারিয়ে দিল লুকিয়ে রাখা মনটাকে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১৮/০৪/২০১৭খুভ ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০১৭বসন্তের আভাস পাচ্ছি!
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৪/২০১৭ধন্যবাদ ।