অন্ধকারে
সে ছিল এক নির্জন অন্ধকার রাত,
চারদিক স্তব্ধ- নিস্তব্ধ!
ধম চেপে দাড়িয়ে আছে,
রজনীর বিদায় বেলা।
কেউ নেই আশেপাশে,
কাছে দূরে কোন খানে।
মনে হয় মহামারী গ্ৰাসিল নগরী,
অন্ধকার সাহারার শুষ্ক বালিয়ারী।
ছ্প ছ্প করে
কে যেন পাছে!
শিয়রিয়া উঠে মন
পাশে যেন কোন জন!
জুরি নদীর কোলে,
এক বটবৃক্ষ তলে!
নিচ কাঁধে কাটা চুল
চারদিক স্তব্ধ- নিস্তব্ধ!
ধম চেপে দাড়িয়ে আছে,
রজনীর বিদায় বেলা।
কেউ নেই আশেপাশে,
কাছে দূরে কোন খানে।
মনে হয় মহামারী গ্ৰাসিল নগরী,
অন্ধকার সাহারার শুষ্ক বালিয়ারী।
ছ্প ছ্প করে
কে যেন পাছে!
শিয়রিয়া উঠে মন
পাশে যেন কোন জন!
জুরি নদীর কোলে,
এক বটবৃক্ষ তলে!
নিচ কাঁধে কাটা চুল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৪/২০১৭দারুণ এক কম্পোজিশন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৪/২০১৭হাড় হিম হয়ে যাচ্ছে।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৪/২০১৭অনেক ধন্যবাদ ।