মনে আছে
আজো কানে শুনি-
তোমার ঐ গান খানি,
ভাঙ্গা- আধভাঙ্গা সুরে
গেয়েছিলে তুমি
-একান্তই আপন মনে।
মনে কি আছে ঐ চিড়িয়াখানা,
আগরতলায়- সিপাহীজলা।
চিরকুটে লেখা ছিল-
"ভালোবাসী আমি তোমায়,
তুমি কি ভালোবাসো আমায়?"
বাড়ি ফিরে বকুনি,
আর ঐ ড্রপগেটের বাড়ি খানি!
ভাঙা বিছানাটায় শুয়ে পড়তাম,
ত্রিপালে গা মোড়ে।
সাকুটা পেরিয়ে যেতাম,
এক বাঁশে ভর করে-
একটু দৌড়ে লাফ দিয়ে।
সেই আমি আজ বেঁচে আছি,
তোমাকেই আকরে ধরে।
তোমার ঐ গান খানি,
ভাঙ্গা- আধভাঙ্গা সুরে
গেয়েছিলে তুমি
-একান্তই আপন মনে।
মনে কি আছে ঐ চিড়িয়াখানা,
আগরতলায়- সিপাহীজলা।
চিরকুটে লেখা ছিল-
"ভালোবাসী আমি তোমায়,
তুমি কি ভালোবাসো আমায়?"
বাড়ি ফিরে বকুনি,
আর ঐ ড্রপগেটের বাড়ি খানি!
ভাঙা বিছানাটায় শুয়ে পড়তাম,
ত্রিপালে গা মোড়ে।
সাকুটা পেরিয়ে যেতাম,
এক বাঁশে ভর করে-
একটু দৌড়ে লাফ দিয়ে।
সেই আমি আজ বেঁচে আছি,
তোমাকেই আকরে ধরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৯/০৪/২০১৭অনেক সুন্দর কবিতা টা।
-
খায়রুল আহসান ১৮/০৪/২০১৭শেষের চরণদুটো মন ছুঁয়ে গেল!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৮/০৪/২০১৭কবি তোমাকে সালাম।।বেশ বেশ
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৪/২০১৭সুপ্রভাত।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৪/২০১৭ভালো লাগল।