সুন্দরী ত্রিপুরা
মোদের এই রাজ্য- সুন্দরী ত্রিপুরা।
কি ছিল কি হল- আনন্দে আত্মহারা।
রেল বিমান আর রাস্তায় ভরা।
রচিল স্বর্ণরাজ্য জনগণ দ্বারা।
শিক্ষা- চিকিৎসা বা প্রশাসনে যাই,
কোন ত্রুটি কোথাও দেখিতে না পাই।
নিরক্ষর না রহিল আর কোন পাড়ায়,
সকলই হইল সাক্ষর শিক্ষারই দ্ধারা।
আনিল দীপা জয় অলিম্পীকে গিয়া,
ত্রিপুরার নাম হইল সারা বিশ্ব জুড়িয়া।
কি ছিল কি হল- আনন্দে আত্মহারা।
রেল বিমান আর রাস্তায় ভরা।
রচিল স্বর্ণরাজ্য জনগণ দ্বারা।
শিক্ষা- চিকিৎসা বা প্রশাসনে যাই,
কোন ত্রুটি কোথাও দেখিতে না পাই।
নিরক্ষর না রহিল আর কোন পাড়ায়,
সকলই হইল সাক্ষর শিক্ষারই দ্ধারা।
আনিল দীপা জয় অলিম্পীকে গিয়া,
ত্রিপুরার নাম হইল সারা বিশ্ব জুড়িয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৭/০৪/২০১৭সুন্দর হাতে, সুন্দর সুন্দর লিখা উপহার দিচ্ছেন! ধন্যবাদ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৪/২০১৭সত্যিই সুন্দর।
-
এস এম আলমগীর হোসেন ১৭/০৪/২০১৭ভাল
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৪/২০১৭ধন্যবাদ রইল।