পরিতৃপ্ত ত্রিপুরা
আমাদের এই ছোট্ট রাজ্য,
ত্রিপুরা তার নাম।
ফুলে ফলে ভরা তাতে,
আছে সবার সন্মান।
সবাই মিলে করি বাস,
হয়ে এক প্রাণ।
জম্পুই এর বেথলিঙশিব,
উচ্চতম শিখর।
ঊনকোটী পর্ষটনে হইল নগর।
পাহাড়ি বাঙালি সবাই আসি,
কুন্ড জলে ডুবি।
পুণ্য লয়ে সবাই মিলে,
বাড়ি ফিরি হাসি।
হিন্দু- মুসলিম- বৌদ্ধ
-জৈন আর যারা,
হইল আনন্দে আত্মহারা।
নাই ভেদাভেদ বা সাম্প্রদায়িকতা
রইল শুধু ভালোবাসা ও একতা।
দাঙ্গা করি দেহ কাটি,
রক্ত নিল যারা।
ফিরল তারা আপন গৃহে,
উন্নয়ন এর ধারায়।
হানাহানী ও ভিক্ষার,
হোক না তাদের পুনঃআবৃত্তি।
সবাই মিলে তুলে ধরি,
উন্নয়নের রঙিন ছাতি।
ত্রিপুরা তার নাম।
ফুলে ফলে ভরা তাতে,
আছে সবার সন্মান।
সবাই মিলে করি বাস,
হয়ে এক প্রাণ।
জম্পুই এর বেথলিঙশিব,
উচ্চতম শিখর।
ঊনকোটী পর্ষটনে হইল নগর।
পাহাড়ি বাঙালি সবাই আসি,
কুন্ড জলে ডুবি।
পুণ্য লয়ে সবাই মিলে,
বাড়ি ফিরি হাসি।
হিন্দু- মুসলিম- বৌদ্ধ
-জৈন আর যারা,
হইল আনন্দে আত্মহারা।
নাই ভেদাভেদ বা সাম্প্রদায়িকতা
রইল শুধু ভালোবাসা ও একতা।
দাঙ্গা করি দেহ কাটি,
রক্ত নিল যারা।
ফিরল তারা আপন গৃহে,
উন্নয়ন এর ধারায়।
হানাহানী ও ভিক্ষার,
হোক না তাদের পুনঃআবৃত্তি।
সবাই মিলে তুলে ধরি,
উন্নয়নের রঙিন ছাতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭শুভ কামনা কবির জন্য
-
তাবেরী ১৭/০৪/২০১৭ভালোই
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৪/২০১৭ধন্যবাদ ।