প্রশান্তির খোঁজে
আমি প্রশান্তির খোঁজে
বেরিয়ে পরেছি সন্ধারাতে,
কোন এক অজানা পথে।
এই শহর থেকে বহু দূরে,
কোন এক অজানা প্রান্তরে।
তোমার সঙ্গে রাগ করে,
আবার তোমাকেই সঙ্গী করে।
ঘাসের গালিচায় ঘুমিয়ে যাব-
দেহখানি কাত করে;
কোন এক চৌরাস্তার মোড়ে।
দূরে ঐ দেখা যায় সরূ গলিটায়,
না জানি কে ছিল দাড়িয়েএই -
শীত সন্ধ্যায় চাদর গায়ে দিয়ে।
আমি বেরিয়ে পরেছি আজ,
সন্ধ্যা বেলায় প্রশান্তির খোঁজে।
দূরে আরো দূরে যাই-
ভদ্র মানুষের ভীড়ে;
ঐ প্রশান্তির খোঁজে।
কেউ দেখে ভূলে যায়,
কেউ স্মৃতি ফেলে যায়।
আমি ছুটে চলে যায়,
দূরে আরো দূরে-
ঐ প্রশান্তির খোঁজে।
বেরিয়ে পরেছি সন্ধারাতে,
কোন এক অজানা পথে।
এই শহর থেকে বহু দূরে,
কোন এক অজানা প্রান্তরে।
তোমার সঙ্গে রাগ করে,
আবার তোমাকেই সঙ্গী করে।
ঘাসের গালিচায় ঘুমিয়ে যাব-
দেহখানি কাত করে;
কোন এক চৌরাস্তার মোড়ে।
দূরে ঐ দেখা যায় সরূ গলিটায়,
না জানি কে ছিল দাড়িয়েএই -
শীত সন্ধ্যায় চাদর গায়ে দিয়ে।
আমি বেরিয়ে পরেছি আজ,
সন্ধ্যা বেলায় প্রশান্তির খোঁজে।
দূরে আরো দূরে যাই-
ভদ্র মানুষের ভীড়ে;
ঐ প্রশান্তির খোঁজে।
কেউ দেখে ভূলে যায়,
কেউ স্মৃতি ফেলে যায়।
আমি ছুটে চলে যায়,
দূরে আরো দূরে-
ঐ প্রশান্তির খোঁজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৪/২০১৭
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭সুন্দর লিখেছেন কবি
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭শুভেচ্ছা বন্ধু।
অনেক শুভকামনা রইল।