পরাধীন মানুষ
মানুষ তুমি বড় পরাধীন!
কেন এত পরাধীন-তুমি আজ?
জন্মের আগেও-
তুমি ছিলে বাধনে;
মাতৃ উদরে মাথা নিচু করে।
সেই মাথা উচু করে
আজও দাড়াতে পারনি তুমি,
আপন কাধে ভর করে।
খেলাধুলা পড়াশোনা,
আর যত আনাগোনা;
ছিল কতো নিদের্শ ও মানা।
মানুষতো তাই মানা,
না হলে কত শত ,
আলোচনা সমালোচনা।
পায়রা পাখিটার মতো,
বক বকুম কত?
কেউ যদি শুনে তাই,
ভলিয়ম বারিয়ে দেই,
রঙ্গুলীর গানে।
কর্মক্ষেত্রে জীবনক্ষেত্রে
প্রতিপদে সংশয়,
সদায় আছে শুধু মানুসেই ভয়।
নিজের ঘামে গড়া মানুষ,
করাবে বিয়ে ভাড়া মায়ে,
মায়ের রক্ত ধুসর হবে;
মানুষেরই সংস্কারে।
কেন এত পরাধীন-তুমি আজ?
জন্মের আগেও-
তুমি ছিলে বাধনে;
মাতৃ উদরে মাথা নিচু করে।
সেই মাথা উচু করে
আজও দাড়াতে পারনি তুমি,
আপন কাধে ভর করে।
খেলাধুলা পড়াশোনা,
আর যত আনাগোনা;
ছিল কতো নিদের্শ ও মানা।
মানুষতো তাই মানা,
না হলে কত শত ,
আলোচনা সমালোচনা।
পায়রা পাখিটার মতো,
বক বকুম কত?
কেউ যদি শুনে তাই,
ভলিয়ম বারিয়ে দেই,
রঙ্গুলীর গানে।
কর্মক্ষেত্রে জীবনক্ষেত্রে
প্রতিপদে সংশয়,
সদায় আছে শুধু মানুসেই ভয়।
নিজের ঘামে গড়া মানুষ,
করাবে বিয়ে ভাড়া মায়ে,
মায়ের রক্ত ধুসর হবে;
মানুষেরই সংস্কারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ১৬/০৪/২০১৭তাই..
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৪/২০১৭সুন্দর। অনবদ্য। শুভেচ্ছা।
-
মোনালিসা ১৬/০৪/২০১৭হুম্ম...
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭শুভেচ্ছা রইল।