স্মৃতি করো না
তোমাকে যত জানি তাতেই কাব্য হয়।
তার পরও আরো দেখি হয়ে বিশ্বয়।
নীল দুটি চোখে তোমার সাগর যে হয়।
তার পর ও এ বুকের পিপাসা যে রয়।
তোমার ঐ দুটি ঠোঁট কত কথা কয়।
তারপরও শুনিতে যে কান পেতে রই।
তোমার ঐ দুটি গালে কত হাসি হাসে।
তাই বুঝি এই মন আরো ভালোবাসে।
তোমার সোনালী কেশ উড়িলে বাতাসে।
লজ্জায় লাল হয় নববধূ কার নব সাজে,
মালা করে মনে রেখো স্স্মৃতি করো না,
ভালবেসে গেয়ে যেও গল্প বলে ভূলো না।
তার পরও আরো দেখি হয়ে বিশ্বয়।
নীল দুটি চোখে তোমার সাগর যে হয়।
তার পর ও এ বুকের পিপাসা যে রয়।
তোমার ঐ দুটি ঠোঁট কত কথা কয়।
তারপরও শুনিতে যে কান পেতে রই।
তোমার ঐ দুটি গালে কত হাসি হাসে।
তাই বুঝি এই মন আরো ভালোবাসে।
তোমার সোনালী কেশ উড়িলে বাতাসে।
লজ্জায় লাল হয় নববধূ কার নব সাজে,
মালা করে মনে রেখো স্স্মৃতি করো না,
ভালবেসে গেয়ে যেও গল্প বলে ভূলো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৪/২০১৭ভালোলাগা রইল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৪/২০১৭অসাধারন কাব্য প্রতিভা।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৪/২০১৭স্মৃতির চেয়ে বাস্তব বড় মধুর।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৬/০৪/২০১৭দারুণ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৬/০৪/২০১৭এমন করে কবি শুনালে কি কাব্য।।
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭শুভ রাত্রি।