শুভেচ্ছা
শুভেচ্ছা রইল তোমায়,
বৈশাখী পাবন বেলায়।
সুখে থেকো ,ভালো থেকো,
ভালোবেসে কাছে রেখো।
পিঠে পুরী ফল মুল,
কসা আর ইলিশ ঝুল,
করো না খেতে ভুল।
দুরে আছি কাছে নাই,
তাই মনে পরে যায়-
মিলে মিশে মেলা দেখ,
ফিরে এসে চিঠি লিখো।
বৈশাখী পাবন বেলায়।
সুখে থেকো ,ভালো থেকো,
ভালোবেসে কাছে রেখো।
পিঠে পুরী ফল মুল,
কসা আর ইলিশ ঝুল,
করো না খেতে ভুল।
দুরে আছি কাছে নাই,
তাই মনে পরে যায়-
মিলে মিশে মেলা দেখ,
ফিরে এসে চিঠি লিখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিফ মুহাম্মদ ১৬/০৪/২০১৭ব্যাকুল হৃদয়ের আরতি ভালো লাগলো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৪/২০১৭অসাধারণ কম্পোজিশন!
ধন্যবাদ রইল বন্ধু। -
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭সুপ্রভাত।