জীবনের অর্থ
জীবনের অর্থ খোঁজা বড় দায়,
সার্থক ব্যর্থ আমি;
খোজে চলি বর্তমান থেকে-
অতীতের ঘুর্ণি ঝড়ে!
কিসে কে খুশী হয় বুঝা বড় দায়।
কেউবা কাটায় রাত শুধু প্রতীক্ষায়,
কারোবা আনন্দ হয়-
ত্যাগ ও তিতিক্ষায়।
জীবনের রাস্তা বড় ভঙ্গুর,
চোখ মুদে চলা দায়।
কোথাও মসৃণ হলে-
আবার ক্লেশময়।
কেউ দেখে খুশী হয়,
কেউ আবার অগ্নিময়।
জীবনে বিজয়ী হওয়া-
বড় কষ্টময়।
কেউ খেয়ে খুশী-
কেউ খাইয়ে হয়।
জীবনের অর্থ খোঁজে-
খোঁজে হয় শুধু বিশ্বয়,আরও বিশ্বয়!
সার্থক ব্যর্থ আমি;
খোজে চলি বর্তমান থেকে-
অতীতের ঘুর্ণি ঝড়ে!
কিসে কে খুশী হয় বুঝা বড় দায়।
কেউবা কাটায় রাত শুধু প্রতীক্ষায়,
কারোবা আনন্দ হয়-
ত্যাগ ও তিতিক্ষায়।
জীবনের রাস্তা বড় ভঙ্গুর,
চোখ মুদে চলা দায়।
কোথাও মসৃণ হলে-
আবার ক্লেশময়।
কেউ দেখে খুশী হয়,
কেউ আবার অগ্নিময়।
জীবনে বিজয়ী হওয়া-
বড় কষ্টময়।
কেউ খেয়ে খুশী-
কেউ খাইয়ে হয়।
জীবনের অর্থ খোঁজে-
খোঁজে হয় শুধু বিশ্বয়,আরও বিশ্বয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপর্ণা পাল(দেবী) ১৫/০৪/২০১৭জীবন জীবনের মতো এগিয়ে যাবে
-
পরশ ১৫/০৪/২০১৭ভালোই
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৫/০৪/২০১৭এই তো জীবন!
চলছে যেমন! -
মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০১৭সুপ্রভাত।