তুমি আমার রাতের প্রদীপ
তুমি আমার রাতের প্রদীপ,
পূজার আলোক বরতিকা।
তুমি আমার ভোরর আলোক,
শিশির ভেজা রোদের ঝলক।
বসন্তের কোকিল নাগো,
ভোরের বেলার শালিক হইও।
সুখের দিনে সাথে থেকো,
দুখে তুমি বুকে নিও
ভূলে যেও না।
জানি তুমি নাহও খুশী,
দেই যেকত যন্ত্রণা।
তুমার দুখে আমি দুখী,
তুমার সুখে সুখী।
কষ্ট করে সহে নিও,
ব্যস্ত ভরা জীবনটাতে।
মৃত্যুকালে বিদায় দিওগো,
একটুখানি হাসি মুখে।
পূজার আলোক বরতিকা।
তুমি আমার ভোরর আলোক,
শিশির ভেজা রোদের ঝলক।
বসন্তের কোকিল নাগো,
ভোরের বেলার শালিক হইও।
সুখের দিনে সাথে থেকো,
দুখে তুমি বুকে নিও
ভূলে যেও না।
জানি তুমি নাহও খুশী,
দেই যেকত যন্ত্রণা।
তুমার দুখে আমি দুখী,
তুমার সুখে সুখী।
কষ্ট করে সহে নিও,
ব্যস্ত ভরা জীবনটাতে।
মৃত্যুকালে বিদায় দিওগো,
একটুখানি হাসি মুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৫/০৪/২০১৭দারুন প্রিয়
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৪/২০১৭শুভ নববর্য।