বর্ষবরণ
চলে গেল একটি বছর,
হাসি খুশির মাঝে।
মনটা আবার উঠল নেচে,
নতুন দিনের সাজে।
অনেক কিছু পেলাম আমি,
তোমাদের এই কাছে!
পারিনি আজ দিতে কিছু,
মনটা বড় কাঁদে!
কথা দিলাম থাকবো কাছে,
লাগি যদি কাজে!
বলব শুধু ক্ষমা দিও,
ভুল করেছি কতো!
নতুন বছর নতুন করে,
উঠব আবার বেঁচে।
তোমরা আমায় রেখো দিও,
বন্ধু বলে কাছে।
হাসি খুশির মাঝে।
মনটা আবার উঠল নেচে,
নতুন দিনের সাজে।
অনেক কিছু পেলাম আমি,
তোমাদের এই কাছে!
পারিনি আজ দিতে কিছু,
মনটা বড় কাঁদে!
কথা দিলাম থাকবো কাছে,
লাগি যদি কাজে!
বলব শুধু ক্ষমা দিও,
ভুল করেছি কতো!
নতুন বছর নতুন করে,
উঠব আবার বেঁচে।
তোমরা আমায় রেখো দিও,
বন্ধু বলে কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭বাহ্।।
-
জসিম উদ্দিন জয় ১৪/০৪/২০১৭সুন্দর হয়েছে
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৪/২০১৭শুভ নববর্ষ।