উদযাপন
ঊদযাপনের তিথী গুলি বড়ই ভালো লাগে,
ভীড়ের ভিতর এগিয়ে যাব
আমরা দুজন সবার আগে।
সকল রকম উদযাপনে সাজে দূরের মাঠ,
রাস্তা ঘাটে ফুলের মালা,
অন্ধকারে পুতুল খেলা।
স্বাধীনতা,প্রজাতন্ত্র আরো কত শহীদ দিবস,
কোথাও খাই যে মিষ্টি পুরী,
কোথাও আবার জ্বাল মুড়ি।
স্বাধীনতার দিন গুলিতে শব্দ শুনে পটকা বাজি,
শহীদ স্মরণের বিদায় দিনে
না তাকিও চোখের পানে।
ভীড়ের ভিতর এগিয়ে যাব
আমরা দুজন সবার আগে।
সকল রকম উদযাপনে সাজে দূরের মাঠ,
রাস্তা ঘাটে ফুলের মালা,
অন্ধকারে পুতুল খেলা।
স্বাধীনতা,প্রজাতন্ত্র আরো কত শহীদ দিবস,
কোথাও খাই যে মিষ্টি পুরী,
কোথাও আবার জ্বাল মুড়ি।
স্বাধীনতার দিন গুলিতে শব্দ শুনে পটকা বাজি,
শহীদ স্মরণের বিদায় দিনে
না তাকিও চোখের পানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম উদ্দিন জয় ১৪/০৪/২০১৭সুন্দর একটি কবিতা
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৩/০৪/২০১৭দারুণ লাগলো
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭ধন্যবাদ।