বাবা তোমাকে
ক্লান্ত পরিশ্রান্ত শরীরে,
তুমি তুলে ধরেছ আমায়,
এই বিশ্ব সংসারে।
বলেছ তুমি চিরচেষ্টায়,
-হয়েছ বিফল।
কর্মক্ষেত্রে, সমাজ কিংবা
-অর্থ সঞ্চয়ে।
না বাবা! তুমি সফল,
সত্যিই তুমি সফল হয়েছ;
প্রতি পদে জীবনের ইঙ্গিতে।
বিদ্যায় বলিয়ান তুমি
সেই অবিদ্যার যুগে।
করেছ মানুষ তুমি
আমি এই অবোধে।
বাবা! আজ তুমি খুশী হও;
বিজয়ী অপত্য তোমার
সন্মোখ সমরে।
তুমি কর্ণধার সমাজসেবার,
তুলে ধরেছ এই ফুল,
মানুষের তরে।
আজও মনে আছে ঐ দিনটি,
দিয়েছিল একটি সার্ট
পূজার আগে সেলাই করে।
না জেনে বলেছি আমি-
উল্টো সেলাই করেছ তুমি,
বড় টেইলার সেজে!
সেই দিন নিশ্চয় পেয়েছ ব্যাথা,
হৃদয়ের গহনে,
আপন অপত্যের অকথনে।
সঠিক ছিল সেলাই খানা,
আমি বুঝতে পারি আজ,
পঁচিশ বছর পরে।
বাবা! তুমি লক্ষভেদী অভ্রান্ত,
হৃদয় জয়ী সমাজপতি।
পদাঞ্জলি দিও পিতা,
জীবন পথের আঁকে বাঁকে।
আমি অবিশ্বাস করি পুতুল ভরা
ঐ ঠাকুরেদের ভীড়ে।
তোমার দীর্ঘ জীবন কামনার তরে,
কবিতার কথা লিখি,
মন প্রাণ ভরে।
তুমি তুলে ধরেছ আমায়,
এই বিশ্ব সংসারে।
বলেছ তুমি চিরচেষ্টায়,
-হয়েছ বিফল।
কর্মক্ষেত্রে, সমাজ কিংবা
-অর্থ সঞ্চয়ে।
না বাবা! তুমি সফল,
সত্যিই তুমি সফল হয়েছ;
প্রতি পদে জীবনের ইঙ্গিতে।
বিদ্যায় বলিয়ান তুমি
সেই অবিদ্যার যুগে।
করেছ মানুষ তুমি
আমি এই অবোধে।
বাবা! আজ তুমি খুশী হও;
বিজয়ী অপত্য তোমার
সন্মোখ সমরে।
তুমি কর্ণধার সমাজসেবার,
তুলে ধরেছ এই ফুল,
মানুষের তরে।
আজও মনে আছে ঐ দিনটি,
দিয়েছিল একটি সার্ট
পূজার আগে সেলাই করে।
না জেনে বলেছি আমি-
উল্টো সেলাই করেছ তুমি,
বড় টেইলার সেজে!
সেই দিন নিশ্চয় পেয়েছ ব্যাথা,
হৃদয়ের গহনে,
আপন অপত্যের অকথনে।
সঠিক ছিল সেলাই খানা,
আমি বুঝতে পারি আজ,
পঁচিশ বছর পরে।
বাবা! তুমি লক্ষভেদী অভ্রান্ত,
হৃদয় জয়ী সমাজপতি।
পদাঞ্জলি দিও পিতা,
জীবন পথের আঁকে বাঁকে।
আমি অবিশ্বাস করি পুতুল ভরা
ঐ ঠাকুরেদের ভীড়ে।
তোমার দীর্ঘ জীবন কামনার তরে,
কবিতার কথা লিখি,
মন প্রাণ ভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ১১/০৪/২০১৭খুব ভাল লিখছেন...।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১১/০৪/২০১৭খুব ভাল লাগলো
-
দ্বীপ সরকার ১১/০৪/২০১৭ভালো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৪/২০১৭বাবা!
তুমি অমর, অক্ষয়
এই ধরনীতে -
আরিফ মুহাম্মদ ১১/০৪/২০১৭কবিতা যোনো জীবন ছেঁকে কিছূ কথা।ধন্যবাদ কবি।
-
মধু মঙ্গল সিনহা ১১/০৪/২০১৭স্বাগতম।