ক্ষমা চেয় না তুমি
প্রিয়ে ক্ষমা চেয় না তুমি,
কেন ক্ষমা চাইছ তুমি?
মেঘ করবে বৃষ্টি ঝঁরবে,
বৃষ্টির জলে ক্লেদাক্ত হবে
-এই অবনী আবারও !
রৌদ্রের তাপে শুকাবে ধরনী,
শস্য শ্যামলা হবে তটিনী তির।
তুমি ক্ষমা চেয় না আর,
যত ভুল ছিল আমার!
-তাতে ভয় লাগে প্রাণে
-যদি কোন বিপর্যয় আসে,
অতি সংগোপনে মম পানে।
কেন ক্ষমা চাইছ তুমি?
মেঘ করবে বৃষ্টি ঝঁরবে,
বৃষ্টির জলে ক্লেদাক্ত হবে
-এই অবনী আবারও !
রৌদ্রের তাপে শুকাবে ধরনী,
শস্য শ্যামলা হবে তটিনী তির।
তুমি ক্ষমা চেয় না আর,
যত ভুল ছিল আমার!
-তাতে ভয় লাগে প্রাণে
-যদি কোন বিপর্যয় আসে,
অতি সংগোপনে মম পানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭অনেক ধন্যবাদ।
-
রইস উদ্দিন খান আকাশ ১২/০৪/২০১৭সুন্দর
-
মেহেদী হাসান (নয়ন) ১১/০৪/২০১৭বাহ! বেশ বাল লিখেছেন