ভীমরাজ যাদব
একটু কথা হল আজ সকাল বেলা,
ভীম রাজ যাদবকে পেয়ে একলা।
বাড়ি তার বিহারের নইকুন্নুর গ্ৰামে,
কাজের খাতিরে আসে ধর্মনগরে।
বাপ-দাদা সবাই ঐ মোট বয়ে গেল,
যুবক যাদব আবার ত্রিপুরাতে এলো।
ভাড়া করে সাতজন থাকে এক ঘরে,
পালা করে জনে দিনে রান্নাটা করে।
হাঁটুর উপর ভাঁজ করা পুরাতন লুঙ্গি,
হাত কাটা ঘী রঙা সাইকেল গেঞ্জী।
ভীম রাজ যাদবকে পেয়ে একলা।
বাড়ি তার বিহারের নইকুন্নুর গ্ৰামে,
কাজের খাতিরে আসে ধর্মনগরে।
বাপ-দাদা সবাই ঐ মোট বয়ে গেল,
যুবক যাদব আবার ত্রিপুরাতে এলো।
ভাড়া করে সাতজন থাকে এক ঘরে,
পালা করে জনে দিনে রান্নাটা করে।
হাঁটুর উপর ভাঁজ করা পুরাতন লুঙ্গি,
হাত কাটা ঘী রঙা সাইকেল গেঞ্জী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৪/২০১৭ভালো গল্প। অনেক শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০১৭পৌরাণিক!
-
মধু মঙ্গল সিনহা ১০/০৪/২০১৭স্বাগতম।