ছবি
আমি জীবনের সাগর তীরে,
কত ছবি আঁকি বালুকার 'পরে।
কত পাখি,প্রজাপতি
চেনা কারো প্রতিচ্ছবি।
শীতল হাওয়া লাগলো প্রাণে,
ভাসল হৃদয় ভাটার টানে।
হঠাৎ বুঝি এলো ঝড়ো হাওয়া,
পেছন পানে করল মোরে দাওয়া।
মুছে দিল আমার আঁকা ছবি,
মনের শোকে আবার বসে ভাবি!
কত ছবি আঁকি বালুকার 'পরে।
কত পাখি,প্রজাপতি
চেনা কারো প্রতিচ্ছবি।
শীতল হাওয়া লাগলো প্রাণে,
ভাসল হৃদয় ভাটার টানে।
হঠাৎ বুঝি এলো ঝড়ো হাওয়া,
পেছন পানে করল মোরে দাওয়া।
মুছে দিল আমার আঁকা ছবি,
মনের শোকে আবার বসে ভাবি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৪/২০১৭
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১০/০৪/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ১০/০৪/২০১৭অভিনন্দন।
আলাদা একটি চমক।
ভাল লাগে, শুভেচ্ছা রইল।