দুরভিসন্ধি
আমার সবাই গাহিব মিলন সঙ্গীত,
ভুলিয়া সকল ঐ বিভেদের ইঙ্গিত।
যারা ভাইয়ের রক্তে হোলী খেলে,
গায়ে দিয়েছে তারা নামাবলী মেলে।
খালি হয়ে ছিল বিধবা মায়ের কোল,
মুক্তি পায়নি ঐ পাহাড়ের বন কুল।
তবে কেন ঐ নির্লজ্জ মানুষ গুলো,
পোষাকে সাজে যেন ধপ ধপে তুলো।
ওরা কি বুঝেছে নিজেদের ভুল,
নাকি আবারও ভুলেরই কোন ছল!
ভুলিয়া সকল ঐ বিভেদের ইঙ্গিত।
যারা ভাইয়ের রক্তে হোলী খেলে,
গায়ে দিয়েছে তারা নামাবলী মেলে।
খালি হয়ে ছিল বিধবা মায়ের কোল,
মুক্তি পায়নি ঐ পাহাড়ের বন কুল।
তবে কেন ঐ নির্লজ্জ মানুষ গুলো,
পোষাকে সাজে যেন ধপ ধপে তুলো।
ওরা কি বুঝেছে নিজেদের ভুল,
নাকি আবারও ভুলেরই কোন ছল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাকলি মল্লিক ১০/০৪/২০১৭বাহ্ চমৎকার ।
-
সূর্য্যিন্দুদীপ রাজ ১০/০৪/২০১৭খুব সুন্দর ভাবনা
-
তাবেরী ০৯/০৪/২০১৭ভালোই কাব্যশৈলি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৪/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৪/২০১৭দূর হোক মানুষের দুরভিসন্ধি।
-
রাবেয়া মৌসুমী ০৯/০৪/২০১৭পড়লাম বন্ধু,শুভেচ্ছা রইলো।
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৪/২০১৭কবিতাটি পড়ার আমন্ত্রন রইল।